দ্য পিপল ডেস্কঃ পাচার হবার আগে প্রায় ১ কোটি টাকা মূল্যের বিরল প্রজাতির একটি তক্ষক উদ্ধার করেছে পুলিশ।
গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদের সাগরদিঘীতে অভিযান চালায় পুলিশ।
ঘটনায় বিষ্ণু সরকার ও চন্দন অধিকারী নামের সামশেরগঞ্জের দুই পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
জঙ্গিপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার শ্রী সন্দীপ কারা জানিয়েছেন, নির্দিষ্ট সুত্র মারফত খবর পেয়ে পুলিশের একটি বিশেষ দল সাগরদিঘী তাপবিদ্যুৎ কেন্দ্রের সংযোগকারী সড়কে অভিযান চালায়।
সেই সময় সামশেরগঞ্জের তারাপুর ও নতুন মালঞ্চ গ্রামের ওই দুই পাচারকারীকে আটক করা হয়।
এরপরেই লুপ্তপ্রায় বিরল তক্ষকটি উদ্ধার হয় এবং দুজনকে গ্রেপ্তার করা হয়।
ধৃত দুই ব্যক্তি সামশেরগঞ্জের ধুলিয়ান থেকে তক্ষকটি সাগরদিঘীতে হাতবদলের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল বলে জেরায় জানিয়েছে ধৃতরা।
ধৃতদের বুধবার পুলিশি রিমান্ডে নিয়ে গোটা চক্রের খোঁজে তদন্ত শুরু করা হবে বলে অতিরিক্ত পুলিশ সুপার জানান।