দ্য পিপল ডেস্কঃ ম্যানেজার, সিনিয়র এক্সিকিউটিভ সহ ৬৭ জন স্পেশাল ক্যাডেট অফিসার নিয়োগ করবে ভারতের সর্বোচ্চ রাষ্ট্রয়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া। যোগ্যপ্রার্থীরা ব্যাঙ্কের অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ৬ নভেম্বর।
নিয়োগকারী সংস্থাঃ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া।
পদের সংখ্যাঃ ৬৭
পদঃ
মার্কেটিং-রিয়ালেস্টেট ম্যানেজার – ১
বিল্ডার রিলেশন ম্যানেজার – ২
প্রোডাক্ট ডিপার্টমেন্ট ও রিসার্চ ম্যানেজার – ২
রিস্ক ম্যানেজার – ২
সিনিয়র স্পেশাল এগজিকিউটিভ – ১
সিনিয়র এগজিগিউটিভ ফিন্যান্স – ১
সিনিয়র এগজিগিউটিভ রিটেল ব্যাঙ্কিং – ৯
ম্যানেজার অ্যানালিস্ট – ৭
সহ একাধিক পদে নিয়োগ করা হবে কর্মীদের।
আবেদনের মাধ্যমঃ
https://sbi.co.in/careers – এই লিঙ্কের মাধ্যমে আবেদন করবেন।
আবেদন করবেন কি ভাবে ?
১. প্রথমে অফিশিয়াল ওয়েবসাইট sbi.co.in/careers গিয়ে ক্লিক করবেন।
২. সেখানে স্পেশাল ক্যাডার অফিসার রিক্রুটমেন্টে নিয়োগ করবেন।
৩. এখানে একটি ব্ল্যাঙ্ক পেজ ওপেন হবে।
৪. যাবতীয় নথি দিয়ে ফর্মটি পূরণ করবে।