দ্য পিপল ডেস্কঃ উত্তমকুমারের নাতি গৌরবের পর সাতপাঁকে বাঁধা পড়লেন তরুনকুমারের নাতি জুপিটার বন্দ্যোপাধ্যায়।
পাত্রী টেলি অভিনেত্রী ত্বরিতা চট্টোপাধ্যায়।
গত ১৫ জানুয়ারি বিয়ে করেছেন তাঁরা।
বিয়ের আগে প্রি-ওয়েডিং শুটও করেছেন ত্বরিতা-জুপিটার।
বিয়ের আগে নিজের বাড়িতে ত্বরিতার আইবুড়োভাত।
ত্বরিতা ও জুপিটারের সঙ্গীত অনুষ্ঠান।
ত্বরিতার মেহেন্দি।
গায়ে হলুদের সাজে ত্বরিতা।
কনে ও বরবেশী ত্বরিতা-জুপিটার।
ত্বরিতা-জুপিটারের বিয়েতে চাঁদের হাট।