দ্য পিপল ডেস্কঃ বাবার স্বপ্ন পূরণের জন্যই রাজনীতিতে আসা, তৃণমূলে যোগ দিয়ে জানালেন সৌরভ দাস।
তৃণমূলে যোগ দিলেন টলি-অভিনেতা সৌরভ দাস। তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দেন তিনি।
তৃমমূলের পতাকা হাতে নেওয়ার পর সৌরভ বলেন, আমাকে এখানে দেখে অনেকের চোখ কুঁচকে যাচ্ছে কিন্তু আমি জানি কিসের জন্য এখানে বসে আছি।
সৌরভ বলেন, ছোটবেলা থেকেই ভাবতাম মানুষের জন্য কাজ করা উচিত, বাবার থেকে শিখেছি মানুষের ভাল হওয়া উচিত। তাই মানুষের জন্য কাজ করতে তৃণমূলে এসেছি।
সৌরভ বলেন, বাবার স্বপ্ন পূরণের জন্য অভিনয়ে আসা, বাবার স্বপ্ন পূরণের জন্যই রাজনীতিতে আসা। যতদিন দিদির সঙ্গে আছি, তৃণমূলের সঙ্গে আছি ততদিন মানুষের জন্য করব।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ তাঁর অনুপ্রেরণা বলেই জানিয়েছেন সৌরভ। সেই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও তাঁর ভাল লাগার ব্যক্তিত্ব।