দ্য পিপল ডেস্কঃ দেশ জুড়ে করোনা-র ভয়াবহ প্রভাব এবং তার আতঙ্কে ঘরবন্দী দেশবাসী। এক রাজ্য আরেক রাজ্যে রুজি রোজগার করতে যান অনেক মানুষ। এই করোনার জেরে পরিবার ছাড়া হতে হচ্ছে সেই সকল মানুষদের।
বিহার থেকে উত্তর ২৪ পরগণা জেলার শাসন থানার অন্তর্গত সণ্ডালিয়া গ্রামে কাজ করতে আসেন বেশ কিছু শ্রমিক।
জানা গিয়েছে, তারা ছট পুজোর পরেই এখানে আসেন। এই এলাকায় তারা কম্পিউটার অ্যাম্বুটারি কাজ করতেন।
মারণ ভাইরাস করোনা-র প্রভাব এ দেশে পড়ায় গোটা দেশ জুড়ে লক ডাউন রাখা হয়েছে। যার জেরে সব কারখানা, অফিসে এখন কাজ বন্ধ।

ফলে শ্রমিকদের রোজগারও নেই। কার্যত ঘরবন্দী হয়ে রয়েছেন তারা। এই অবস্থায়, শ্রমিকদের আর্তি এমন অসময়ের দিনে তারা ফিরতে চায় পরিবারের কাছে।
বিহারের পাচমিচম্পারন জেলা থেকে কাজে এসে আটকে পরে শ্রমিকরা। সূত্রের খবর, এই আটকে পড়া শ্রমিকদের সংখ্যাটা ৬০।
তাঁদের একটাই দাবি, করোনা ভাইরাস আতঙ্কের হাত থেকে বাঁচতে নিজেদের পরিবারের কাছে ফিরতে চাই।
উত্তর ২৪ পরগণা জেলার বারাসাত এক নম্বর ব্লকের বিডিওর কাছে এই খবর পৌছলে তিনি বলেন, শ্রমিকদের ফেরত পাঠানোর কোন নির্দেশ তাঁর কাছে নেই ।
অন্য দিকে বিপদের দিনে পরিবারের পাশে থাকতে চেয়ে আটকে পড়া শ্রমিকদের আর্তি, প্রশাসন যেন তাঁদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেয়।