দ্য পিপল ডেস্কঃ চলতি বছরে সরকারি চাকরির সুবর্ন সুযোগ। Air India সিনিয়র সুপারভাইসর ও সুপারভাইসর কর্মী নিয়োগের জন্য আবেদন করেছে। এই দুই পদে কীভাবে আবেদন করতে হবে বিস্তারিত আলোচনা করা হল ।
আবেদনের তারিখ
আবেদন শুরু হয়ে গিয়েছে । আবেদন শেষের তারিখ ৯ আগস্ট ২০১৯ অবধি ।
অনলাইনে আবেদন করতে হবে এই দু’ই পদের জন্য
পদের নাম শূন্যপদ সংখ্যা
Sr. Supervisor ৪৩ জন
Supervisor ৩ জন
শিক্ষাগত যোগ্যতা
Sr. Supervisor এর জন্য যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হলেই চলবে ।
Supervisor এর জন্য শিক্ষ্যাগত যোগ্যতা ১০+২ পাশ । সঙ্গে হোটেল ম্যানেজমেন্টে ১ বছরের ডিপ্লোমা / খাদ্যদ্রব্য ও পরিবেশনে ১ বছরের ডিপ্লোমা / বেকারি এবং মিষ্টান্নের উপর ১ বছরের ডিপ্লোমা ।
বেতন
Sr. Supervisor এর ক্ষেত্রে বেতনের পরিমান প্রতি মাসে ২৭,৭৫৫ টাকা ।
Supervisor এর ক্ষেত্রে বেতনের পরিমান প্রতি মাসে ২৩,৮৭১ টাকা ।
বয়সসীমা
১/৮/২০১৯ বয়স হতে হবে । তবে ৪০ বছর বছরের বেশি এই পদে যোগ্য হবে না ।
জাতীয়তা
ভারতীয় নাগরিক হতে হবে
আবেদন মূল্য
জেনারেল এবং ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে ১০০০ টাকা ফর্মের দাম রাখা হয়েছে। এসসি ও এসটিদের জন্য ফর্ম মূল্য ফ্রি রাখা হয়েছে।
নিয়োগ পদ্ধতি
লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ এর ভিত্তিতে নিয়োগ করা হবে