The People Tv Digital Desk :

ফের মেট্রোর সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা! শুক্রবার সকালে এসপ্ল্যানেড স্টেশনে কবি সুভাষগামী চলন্ত মেট্রোর সামনে ঝাঁপ দেন এক ব্যক্তি। ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়। দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষন ব্যাহত থাকে কবি সুভাষগামী মেট্রো পরিষেবা। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৭.৪৫ নাগাদ এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে অন্যান্য যাত্রীদের মতই চুপচাপ দাঁড়িয়েছিলেন ওই ব্যক্তি। সেই সময় ডাউন লাইনে মেট্রো ঢোকার সময় আচমকাই চলন্ত মেট্রোর সামনে ঝাঁপ দেন তিনি। এরপরেই মেট্রোর ধাক্কায় কিছুটা দূরে লাইনের উপরেই ছিটকে পড়েন ওই ব্যক্তি। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে আসেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। দ্রুত খবর দেওয়া হয় উদ্ধারকারী দলকেও। ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে উদ্ধার করে উদ্ধারকারী দল। তবে ততক্ষণে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির।

Source : Internet

এহেন দুর্ঘটনার জেরে সকালের অফিস টাইমে বেশ কিছুক্ষন ব্যাহত হয় মেট্রো পরিষেবা। সকাল ৭টা ৪৫ মিনিট থেকে ৮টা ২৪ পর্যন্ত বন্ধ ছিল কবি সুভাষগামী মেট্রো পরিষেবা। তারপর ধীরে ধীরে ফের স্বাভাবিক হয় পরিষেবা। অফিস টাইমে মেট্রো পরিষেবা ব্যাহত হওয়ায় এদিন ভোগান্তির শিকার হয়েছেন বহু যাত্রী। আত্মঘাতী ওই অজ্ঞাতপরিচয় ব্যক্তির নাম, পরিচয় জানার চেষ্টা চলছে। তাঁর কাছে থাকা একটি ব্যাগ উদ্ধার করা হয়েছে। তবে ওই ব্যাগের ভিতর থেকে কিছুই পাওয়া যায়নি বলেই খবর। আত্মঘাতীর পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।