দ্য পিপল ডেস্কঃ জন্মের ২১ দিন পর মেয়ের ছবি সহ নাম প্রকাশ করেছেন বিরুষ্কা।
বাবা-মায়ের নাম মিলিয়ে মেয়ের নাম রেখেছেন ভামিকা।
যদিও মেয়ের মুখ এখনও প্রকাশ্যে আনেননি বিরাট-অনুষ্কা।
তাই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন তিনি।
ছোট্টো ভামিকার জন্য বিভিন্ন রকমের দামী উপহার পাঠিয়েছেন বলি তারকারা।
বিরুষ্কার মেয়ে ভামিকাকে সলমান খান একটি ডলহাউস পাঠিয়েছেন।তার দাম ১ লক্ষ টাকা।
বলিউড বাদশা শাহরুখ খান একটি হীরের ব্রেসলেট, অক্ষয় কুমার একটি সোনার অ্যাঙ্কলেট।
১লক্ষ ৭০ হাজার টাকা দিয়ে একটি গোল্ডেন প্লেটেড বিছানা দিয়েছে আমির খান।
১লক্ষ ৮০ হাজার টাকা দিয়ে একটি সোনার চেন দিয়েছেন রণবীর কাপুর ও দীপিকা পাদুকন।
৭০ হাজার টাকা দিয়ে একটি ডলহাউস দিয়েছেন ক্যাটরিনা কাইফ।