দ্য পিপল ডেস্কঃ ভালো আছেন মহারাজ।
এখন অনেকটাই সুস্থ বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।
বুধবার হাসপাতাল থেকে ছুটি দেওয়া হতে পারে মহারাজকে।
সোমবার হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, চিকিত্সায় সাড়া দিচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
এখনই আর অ্যাঞ্জিওপ্লাস্টি করার প্রয়োজন নেই।
সৌরভ গঙ্গোপাধ্যায়ের শারীরিক পরিস্থিতি নিয়ে এদিন ৯ সদস্যের একটি মেডিকেল টিম বৈঠকে বসে।
সেই বৈঠকে ভিডিও কলের মাধ্যমে উপস্থিত ছিলেন হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি, রমাকান্ত পান্ডা।
উল্লেখ্য, সপ্তাহের শেষে জিম করতে গিয়ে আচমকাই অসুস্থতা অনুভব করেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
পিঠে এবং বুকে ব্যথা শুরু হয়।
ব্ল্যাক আউট হয়ে পড়ে যান তিনি।
তাড়াতাড়ি ভর্তি করা হয় উডল্যান্ড হাসপাতালে।চিকিত্সকরা জানান, তাঁর হার্টে তিনটি ব্লকেজ রয়েছে।
বাইপাস সার্জারির কথা ওঠে।
এরপর অ্যাঞ্জিওপ্লাস্টির মাধ্যমে একটি স্টেন্ট বসানো হয়।
বাকি দুটি আর্টারিতে স্টেন্ট পরে বসানো হবে বলে জানানো হয়েছিল হাসপাতালে তরফে।
তবে বর্তমানে সুস্থ থাকায় এখনই স্টেন বসানো হবে না বলে জানানো হয়েছে।
সৌরভের খোঁজ নিয়েছেন গ্রেগ চ্যাপেলও।
‘দ্রুত সুস্থ হয়ে উঠুন সৌরভ’ শুভেচ্ছাবার্তা দিয়েছেন গ্রেগ চ্যাপেল।
সৌরভের দ্রুত আরোগ্য কামনা করে টুইট করেছিলেন একসময়ের বান্ধবী বলি অভিনেত্রী নাগমা।