Xiaomi ‘Hercules’ -এ থাকছে Snapdragon 855

0
85

দ্য পিপল ডেস্ক – এবার হাতের মুঠোয় Xiaomi ‘Hercules’ । নাম শুনেই বুঝতে পারছেন বাজারে আসতে চলেছে Xiaomi –র নতুন চমক । অনেক দিন ধরেই Snapdragon 855 চিপসেটে নতুন Redmi ফোন লঞ্চের কানাঘুষো চলছে ।

Xiaomi ‘Hercules' 1
Image Source : sotophone

তবে Mi ব্র্যান্ডের অধীনেও একই চিপসেটের নতুন স্মার্টফোন লঞ্চের পরিকল্পনা রয়েছে চাইনিজ জায়ান্টের। ‘Hercules’ ছদ্মনামে এই ফোন ইতিমধ্যেই ভাইরাল ।

Xiaomi ‘Hercules’ –এ থাকবে Snapdragon 855 চিপসেট । সঙ্গে ট্রিপল ক্যামেরা আর ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার ।

Xiaomi ‘Hercules' 2

সম্প্রতি এক রিপোর্টে ফোনের ক্যামেরার একাধিক খবর সামনে এসেছে । রিপোর্টে বলা হয়েছে ফোনটির পিছনে থাকছে কোয়াড ক্যামেরা । তবে ফোনের সামনে ডুয়াল ক্যামেরা সেটআপ থাকছে ।

Mi Mix 3S অথবা Mi Mix 4 নামে বাজারে আসবে এই স্মার্টফোন ।

Xiaomi ‘Hercules’ –এ কি কি থাকছে

  • 6.39 Inch Amoled FHD+ ডিসপ্লে
  • ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সেন্সার
  • AI Snapdragon 855 চিপসেট
  • ফোনে থাকবে NFC সাপোর্ট
  • GPU maxfreq টেকনোলজি
  • GPU ওভারক্লকিং
  • 10W ওয়ারলেস চার্জিং

GPU ওভারক্লকিং –এর মাধ্যমে বদলে যাবে মোবাইল গেমিং-এর অভিজ্ঞতা ।

কোম্পানির এক অথবা একাধিক স্মার্টফোনে এই ফিচার থাকতে পারে । সুত্রের খবর, Mi Mix সিরিজের অধীনে চিনে স্মার্টফোনটি লঞ্চ হবে ।

তবে ফোনের নাম নিশ্চিতভাবে জানানো হয়নি । Mi Mix 3S অথবা Mi Mix 4 নামে বাজারে আসবে এই স্মার্টফোন ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here