OPPO-র পপআপ হ্যাট্রিক K3

0
74

ফের OPPO-র পপআপ । বাজার ধরতে ক্যামেরার এই ফিচারটি এখন হটকেক । এবার ফোন নির্মাতা OPPO বাজারে আনল তাদের নবতম স্মার্টফোন ।

OPPO-র পপআপ  01

২৩ মে লঞ্চ হচ্ছে ‘Oppo K3’। আপাতত চিনে লঞ্চ হচ্ছে স্মার্টফোনটি। পপ-আপ সেলফি ক্যামেরা Oppo K3 ফোনের প্রধান আকর্ষন ।

বৃহস্পতিবার চিনের উইআইবো ব্লগিং ওয়েবসাইটে ফোনটির লঞ্চের কথা ঘোষনা করেছে কোম্পানি। ফোনটি সম্পর্কে ব্লগিং সাইট উইআইবোতে সমস্ত ডিটেইল লেখা আছে।

OPPO-র পপআপ ডিসপ্লে ফিচার

OPPO-র পপআপ  02

Oppo K3 তে থাকবে একটি ৬.৫ ইঞ্চি AMOLED ডিসপ্লে। রেজোলিউশন 1080×2340 পিক্সেল । ফোনের স্ক্রিন টু বডির রেশিও 91.1 শতাংশ । AmoLED স্ক্রিনের সঙ্গে যুক্ত হয়েছে Gorilla Glass ।

এছাড়াও OPPO-র পপআপ –এ রয়েছে:

  • ডুয়াল ন্যানো সিম
  • ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর
  • ১০ ন্যানোমিটার স্ন্যাপড্রাগন 2.2 Ghz ৭১০ চিপসেট থাকছে
  • গ্রাফিক্সে থাকছে Adreno 616 GPU
  • সঙ্গে থাকছে ইউএফএস ২.১ স্টোরেজ
  • 6/8Gb Ram এবং 128Gb স্টোরেজ
  • ফোনের বিশেষ চমক গেম বুস্ট ২.০ ফ্রেম বুস্ট, টাচ বুস্ট আর লিঙ্ক বুস্টের মতো ফিচারগুলি
  • এছাড়াও থাকছে ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর
  • অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 9.0Pie
  • ব্লু-টুথ 5.0, A2DP,LE

এমনটাই জানা গেছে সংস্থা তরফে ।

OPPO-র পপআপ  04

ক্যামেরা ফিচার :

16+2 মেগাপিক্সেল ডুয়াল প্রাইমারি ক্যামেরা সেটআপ । ফোনের চমক 16মেগাপিক্সেল মোটোরাইজড পপআপ সেলফি ক্যামেরা ।

আরও পড়ুন :

ফোনে 2160p@30fps এবং 1080p@30fp তে ভিডিও রেকর্ডিং হবে । পপআপ সেলফি ক্যামেরায় 1080p@30fp তে ভিডিও রেকর্ডিং হবে ।

কত দাম হবে ফোনটির ?

চিনে Oppo K3 ফোনের দাম শুরু হতে পারে ২,১৯৯ ইউইয়ান ( ভারতীয় মুদ্রায় প্রায় ২২,৫০০ টাকা) থেকে। ইতিমধ্যেই চায়না টেলিকম ওয়েবসাইটে এই ফোন দেখা গিয়েছে।

Oppo K3 ফোনে থাকছে ৮জিবি র‍্যাম। ফোনের ডুয়াল ক্যামেরায় থাকবে একটি ১৬ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার । সাথে থাকবে একটি ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর ।

Oppo K3 ফোনে থাকবে একটি ৩.৫ মিমি অডিও জ্যাক । ক্যানসেলেশন সুবিধাযুক্ত মাইক রয়েছে । কানেক্টিভিটির জন্য থাকছে একটি ইউএসবি টাইপ-সি পোর্ট ।

থাকছে ২০W ফাস্ট চার্জ সাপোর্ট । Oppo K3-র ওজন ১৯১ গ্রাম । 3700mAh ফোনের ব্যাটারি ।  

Oppo ফোন সারা বিশ্ব তাঁদের ক্যামেরার জন্য বিখ্যাত তা বলা বাহুল্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here