দ্য পিপল ডেস্কঃ অবশেষে হাসপাতাল থেকে ছাড়া পেলেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়।
চারদিন পর হাসপাতাল থেকে ছুটি পেলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
হাসপাতাল সূত্রে খবর, স্থিতিশীল রয়েছেল সৌরভ।
রবিবার সকালবেলা সুস্থ অবস্থায় বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
জানা গিয়েছে আগামী এক বছর রক্ত তরল রাখার ওষুধ খেতে হবে সৌরভকে।
খাদ্যাভ্যাসও আনতে হবে পরিবর্তন।
এদিন হাসপাতাল থেকে পায়ে হেঁটেই বেড়িয়ে আসেন সৌরভ।
উল্লেখ্য, ২ জানুয়ারি বছরের শুরুতেই জিম করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন সৌরভ।
উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করানোর পর দেখা যায় সৌরভের হৃদযন্ত্রে বড় সমস্যা রয়েছে।
তিনটি ব্লকের ধরা পড়ে। সেই সময়ই একটি স্টেইন বসানো হয়। ৭ জানুয়ারি বাড়ি ফেরেন তিনি।
ফের ২৭ জানুয়ারি অসুস্থ বোধ করায় অ্যাপোলোয় ভর্তি হন।
বৃহস্পতিবার, তাঁর শরীরে আরও দুটি স্টেন্ট বসানো হয় হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি ও বিশেষজ্ঞ চিকিত্সক অশ্বিন মেহতার তত্ত্বাবধানে।
অ্যাঞ্জিওপ্লাস্টি করে দু’টি স্টেন্ট বসানোর পর প্রথম দিকে তাঁর হাতে কিছুটা ব্যথা থাকলেও এখন তিনি অনেকটাই ভালো আছেন।
শনিবার রাতেই হাসপাতাল কর্তৃপক্ষ সৌরভকে ছুটি দিতে চেয়েছিলেন।
তবে পরিবারের সঙ্গে আলোচনার পর রবিবার ছুটি নেওয়ার সিদ্ধান্ত হয়।