দ্য পিপল ডেস্কঃ রাত পেরলেই বড়দিন। বড়দিনেই সূচনা হয় নতুন ইংরেজি বছরকে বরণ করে নেওয়ার উত্সব।
CAA ও NRC বিরোধিতার মধ্যেও আলোর মালায় সেজে উঠেছে শহর কলকাতা। প্রস্তুতি চলছে উত্সবের।
উত্সবের সময়ে যে কোনও রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে বড়দিনের একদিন আগে থেকেই আসরে নেমে পড়েছে প্রশাসন।
২৪ ডিসেম্বর থেকেই শহর জুড়ে নাকা চেকিং শুরু করছে পুলিশ, প্রশাসন। পার্ক স্ট্রিট সহ গোটা কলকাতা চত্বর জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
বড়দিন থেকে নতুন বছর পর্যন্ত নজরদারি চালানোর জন্য মোতায়েন করা হয়েছে ৫ হাজার পুলিশ।
বিশেষ করে মহিলাদের জন্য মোতায়েন করা হয়েছে স্পেশাল মহিলা বাইক পুলিশ। যাঁরা খবর পাওয়া মাত্রই ভিড়ের মধ্যেও দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যেতে পারবেন।
বড়দিনে পার্ক স্ট্রিটে মানুষের ঢল নামে। তাই নিরাপত্তা নিখুঁত করতে চার ভাগে ভাগ করা হয়েছে পার্ক স্ট্রিট এলাকা।
প্রত্যেক ভাগে এক জন করে ডিসি পদমর্যাদার অফিসার রাখা হচ্ছে।
এছাড়াও কলকাতা এলাকায় নজরদারি চালাতে ১১ টি ভাগে ১১ জন ডিসি পদমর্যাদার অফিসার রাখা হচ্ছে।
থাকছে ১০০ টি পুলিশ পিকেট। ওয়াচ টাওয়ারের মাধ্যমে নজর চালানোর ব্যবস্থাও করা হয়েছে।
থাকবে কুইক রেসপন্স টিম। পানশালা, রেস্তোঁরায় নজরদারির জন্য বসানো হয়েছে অতিরিক্ত সিসিটিভি ক্যামেরা।
সতর্ক রাখা হয়েছে ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম ও অ্যাম্বুলেন্স বিভাগ ও দমকল বিভাগকেও। (প্রতীকী ছবি)