দ্য পিপল ডেস্কঃ ২০২১ এর ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের মহড়া চলছে রেড রোডে।
সাঁজোয়া গাড়ি থেকে শুরু করে পুলিশ এবং বিভিন্ন নিরাপত্তা বাহিনীর প্রতিনিধিরা মহড়ায় সামিল।
রিহার্সাল চলছে সব নিয়ম মেনে।
বরাবরের মতোই এবারেও নজর কাড়বে কলকাতা পুলিশের ঘোড়সওয়ার বাহিনী, যা দেশের প্রাচীনতম।
দেশের এবং শহরের নিরাপত্তায় সর্বদা সজাগ এই চোখ।
সে হলোই বা রিহার্সাল। যাকে বলে ‘ফুল ড্রেস রিহার্সাল’।
রিহার্সাল বলে তো আর ঢিলে দেওয়া চলে না। তাই সদাজাগ্রত এনসিসি।
২৬ জানুয়ারি এই বর্ণাঢ্য কুচকাওয়াজ দেখতে রেড রোড ধরে শহরের বিশিষ্টদের সঙ্গে সার বেঁধে দাঁড়াবেন অসংখ্য সাধারণ কলকাতাবাসী।
তবে এবার প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে রেড রোডে নিরাপত্তার বিষয়টি বিশেষভাবে লক্ষ্য দেওয়া হচ্ছে।
যেন কোনও রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে লক্ষ্য রাখা হচ্ছে ।
যেমন থাকছে পুলিশকর্মী। তার পাশাপাশি থাকছে কমব্যাট ফোর্স ।
সমস্ত মেট্রো স্টেশনগুলিতে অতিরিক্ত পুলিশ ফোর্স দেওয়া হচ্ছে ।
স্থলপথের পাশাপাশি জলপথেও থাকছে থাকছে অতিরিক্ত অতিরিক্ত নজরদারি।