দ্য পিপল ডেস্কঃ ছোটবেলায় মায়ের হাত ধরে বাবার খেলা দেখতে আসত ছোট জিভা।
এখন বাবার সঙ্গেই টেলিভিশনের বিজ্ঞাপনে মুখ দেখাচ্ছে বছর পাঁচেকের ধোনি কন্যা।
সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন মহেন্দ্র সিং ধোনি।
ক্রিকেটের পাশাপাশি বিজ্ঞাপন জগতেও ক্যাপ্টেন কুলের গ্রহণযোগ্যতা বিশাল।
বাবার কারণে স্টারকিড হিসেবে মাত্র পাঁচবছর বয়সেই জনপ্রিয়তার শীর্ষে জিভা।
মেয়েকে নিয়ে অনেক রকমের মজার ভিডিও সোশ্যাল মিডিয়ায় দিয়েছিলেন ধোনি।
দুষ্টু মিষ্টি হাসিতে সকলের মন জয় করেছে জিভা।
নেটিজেনদের কাছে এই ছোট বয়সেই গ্রহণযোগ্য হয়েছে সে।
সোশ্যাল মিডিয়ার পর্দা থেকে এবার সরাসরি তাকে দেখতে পাওয়া যাবে টিভির পর্দায়।
বিস্কুটের ব্র্যান্ডের বিজ্ঞাপনে দেখা যাচ্ছে মাহি ও জিভাকে।
এত ছোট বয়সেই সোশ্যাল মিডিয়ায় তার ফ্যান ফলোয়িং বিশাল।
জানা গিয়েছে ইনস্টাগ্রামে ১৮ লক্ষের বেশি ফলোয়ার রয়েছে তার।
বিজ্ঞাপন জগতে পা রাখার আগেই এত জনপ্রিয়তা।
এতে কিছু যায় আসে না তার।
বাবার সঙ্গে খোশমেজাজে বিজ্ঞাপনের শুট করেছে সে।
এই বিজ্ঞাপনের জিভার কথাও শোনা গিয়েছে।