দ্য পিপল ডেস্কঃ মাঝ রাতে আচমকাই জেগে উঠল ইউরোপের সব থেকে বড় জীবন্ত আগ্নেয়গিরি মাউন্ট এটনা।
প্রকৃতির ভয়ঙ্কর সুন্দর সেই দৃশ্য মুহূর্তে ভাইরাল। ইউরোপের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন সেই বিরল দৃশ্য ক্যামেরা বন্দী করে সোশাল মিডিয়ায় পোস্ট করতে থাকেন।
প্রকৃতির ভয়ঙ্কর অথচ সুন্দর সেই দৃশ্য বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন শেয়ার করতে থাকেন।
তবে আগ্নেয়গিরির এই দৃশ্য দেখে ভয় না পেয়ে আতঙ্কিত না হয়ে বেশিরভাগ ইউরোপীয়ান মজা খুঁজে পেয়েছেন।
কেউ কেউ ভিডিও শেয়ার করে লিখেছেন, বাড়ির ব্যালকনিতে বসে এই দৃশ্য দেখতে দারুণ লাগছিল।
কেউ লিখেছেন, ইটালির ছোট্ট গ্রাম ফরজানো থেকেও জ্বলন্ত মাউন্ট এটনা দেখা যাচ্ছিল। অপূর্ব সেই দৃশ্য।
আবার কেউ লিখেছেন, বাড়ির বাগানে বসে রেড ওয়াইনে চুমুক দিতে দিতে এই দৃশ্য উপভোগ করার মজাই আলাদা।
২০২০-র ১৩, ২১, ২২ ডিসেম্বরেও এটনা আগ্নেয়গিরিতে অগ্ন্যুতপাত হয়েছিল।
After four weeks of moderate activity at its summit craters, #Etna has unleashed a new paroxysmal eruptive episode from its Southeast Crater on the evening of 18 January 2021 pic.twitter.com/GrQwk9P4Va
— Boris Behncke (@etnaboris) January 18, 2021
An eruption from #MountEtna lights up the sky during the night, seen from the small #Italian village of Fornazzo pic.twitter.com/k9JdQ4bdxG
— Hans Solo (@thandojo) January 16, 2021