দ্য পিপল ডেস্কঃ মাঝে আর একদিন। তারপরেই ৭২ তম সাধারণতন্ত্র দিবস পালন হবে গোটা দেশে। তার আগে চলছে অনুষ্ঠানের শেষ মুহূর্তের প্রস্তুতি।
সাধারণতন্ত্র দিবসে যে এনসিসি ক্যাডেটস কুচকাওয়াজে অংশ নেবেন তারা নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে পারফর্ম করলেন।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের শেষ প্রস্তুতি।
উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সহ বিশিষ্টরা।
দেখে নিন প্রস্তুতির এক ঝলক-
#WATCH | The NCC Cadets, who would participate in #RepublicDay parade, perform in presence of Prime Minister Narendra Modi in New Delhi. pic.twitter.com/A49vAv0wRs
— ANI (@ANI) January 24, 2021