দ্য পিপল ডেস্কঃ করোনাভাইরাস নিয়ে ছবি তৈরি হয়েছে আগেই।
এবার লকডাউনের কাহিনী ফুটে উঠবে রুপোলি পর্দায়।
বড় পর্দায় লকডাউন এর পরিস্থিতি সবটাই দেখানো হবে।
মধুর ভাণ্ডারকরের পরিচালনায় রূপালি পর্দায় আসতে চলেছে ইন্ডিয়া লকডাউন।
ভান্ডারকর এন্টারটেইনমেন্ট ও পিজে মোশন পিকচার্স ছবিটির প্রযোজনা করছে।
আগামী সপ্তাহ থেকে ছবির শুটিং শুরু হবে।বৃহস্পতিবার এই ছবির টিজার মুক্তি পেয়েছে।
মাইক্রোব্লগিং সাইট টুইটারে নিজে টুইট করে নতুন ছবির ঘোষণা করেছেন পরিচালক মধুর ভান্ডারকর।
মধুর ভান্ডারকর এর আগেও বাস্তব নিয়ে অনেক ছবি করেছেন।
মাঝখানে তিন বছর তিনি পরিচালনা থেকে সরে দাঁড়িয়েছিলেন।
অবশেষে ইন্ডিয়া লকডাউন দিয়ে ফের ফিরে এলেন পরিচালনায়।
কারা কারা ছবিতে অভিনয় করবেন সেই অভিনেতাদের খোঁজ চলছে বলে জানা গিয়েছে।
তবে শোনা গিয়েছে, সাই তামানকার, প্রতি বব্বর, আহানা কুমরা, শিহাব জেন অভিনয় করতে পরেন।