দ্য পিপল ডেস্কঃ বাংলার মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়কে দেখতে শহরে এলেন শিলিগুড়ি পৌরসভার বিদায়ী মেয়র তথা বাম নেতা অশোক ভট্টাচার্য।
রবিবার সকালে উডল্যান্ড হাসপাতালে প্রাক্তন ভারতীয় অধিনায়ককে দেখতে এলেন অশোক ভট্টাচার্য।
হাসপাতাল থেকে বেরিয়েই জানিয়েছেন, সৌরভকে বাড়তি মানসিক চাপ দেওয়া উচিত্ নয়।
সৌরভ খেলার দুনিয়ার লোক, সেখানেই থাকুক।
সম্প্রতি, সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে এসে দেখা করেছিলেন বামনেতা অশোক ভট্টাচার্য।
সেই সময় সৌরভের কাছে আবেদন করেছিলেন, তিনি চান না, সৌরভ কোনও রাজনীতির সঙ্গে যুক্ত হোক।
সৌরভের জনপ্রিয়তা সারা ভারতবর্ষে।
সেটা কিন্তু ক্রিকেটের মধ্যে দিয়ে।
রাজনীতি কিছু দিতে পারবে না, ক্রিকেটই দিতে পারবে।
শনিবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের আচমকা অসুস্থ হওয়ার খবর পেয়ে তড়িঘড়ি কলকাতায় আসবেন বলে জানিয়েছিলেন শিলিগুড়ি পৌরসভার বিদায়ী মেয়র তথা বামনেতা অশোক ভট্টাচার্য।
সেইমত রবিবার সকালেই কলকাতায় এসেছেন তিনি।
সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক অশোক ভট্টাচার্যের।
এদিন তিনি বলেন,এখন আমরা সবাই চাই সৌরভ সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরুক।