দ্য পিপল ডেস্কঃ খুশির খবর বছরের শুরুতেই ইনসপেক্টর ,সার্জেন্ট সহ একাধিক পদে কর্মী নিয়োগ করবে কলকাতা পুলিশ ।
অ্যাসিসটেন্ট কমিশনার (টেকনিকাল)
বয়সঃ ৩৫ বছরের মধ্যে হতে হবে ।
শিক্ষাগত যোগ্যতাঃ ইলেকট্রনিকস ও টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি থাকা বাধ্যতামূলক ।
নির্বাচন পদ্ধতিঃ লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে ।
সাধারণ দায়িত্বঃ যোগাযোগ ও রক্ষণাবেক্ষণ মতো টেকনিকাল বিষয়ের ওপর নজর রাখা । পাশাপাশি ওয়্যারলেস ব্রাঞ্চের প্রশাসনিক কাজকর্ম করা ।
মাসিক বেতনঃ ১৫,৬০০ টাকা থেকে ৪২,০০০ টাকা । গ্রেড পে ৫,৪০০ টাকা ।
ইনসপেক্টর (টেকনিকাল)
বয়সঃ ২০ থেকে ২৭ বছরের মধ্যে বয়স হতে হবে । এসসি-দের জন্য ৫ বছর ও এসটি / ওবিসিদের জন্য ৩ বছরের ছাড় ।
শিক্ষাগত যোগ্যতাঃ রেডিও ফিজিক্স বা ইলেকট্রনিক্সে বি.টেক ডিগ্রি প্রয়োজন ।
দৈহিক মাপঃ উচ্চতা ১.৬২ মিটার, ছাতি ৭৯ সেন্টিমিটার ও ওজন ৫১.৫ কেজি ।
নির্বাচনঃ ইন্টারভিউ ও টেকনিকাল সক্ষমতা অনুযায়ী ।
সাধারণ দায়িত্বঃ যোগাযোগ ও রক্ষণাবেক্ষণ মতো টেকনিকাল বিষয়ের ওপর নজর রাখা । পাশাপাশি ওয়্যারলেস ব্রাঞ্চের প্রশাসনিক কাজকর্ম করা ।
মাসিক বেতনঃ ৯,০০০ টাকা থেকে ৪০,৫০০ টাকা । গ্রেড পে ৪,৭০০ টাকা ।
সার্জেন্ট
বয়সঃ ২০ থেকে ২৭ বছরের মধ্যে বয়স হতে হবে । এসসি-দের জন্য ৫ বছর ও এসটি / ওবিসিদের জন্য ৩ বছরের ছাড় ।
শিক্ষাগত যোগ্যতাঃ গ্র্যাজুয়েট
দৈহিক মাপঃ উচ্চতা ১.৭৩ মিটার, ছাতি ৮৬.৩৬ সেন্টিমিটার ও ওজন ৬৩ কেজি
নির্বাচনঃ PMT পাশের লিখিত পরীক্ষা । তারপর ইন্টারভিউ ।
সাধারণ দায়িত্বঃ আইন এবং আদেশ, ট্রাফিক, পাইলটিং এবং এসকর্টিং দায়িত্বগুলি ।
বেতনঃ ৭১০০ টাকা থেকে ৩৭ ৬০০ টাকা । গ্রেড পে ৩৯০০ টাকা ।
Secret meetings and single girls are waiting for you! http://bit.do/fLtam?h=6f7814c06311a720ea915950efca0ba8&