দ্য পিপল ডেস্কঃ সুপ্রিম কোর্টের রায়ের পরে ভারতের অযোধ্যায় নবোদ্যমে শুরু হয়েছে রামমন্দির নির্মাণের কাজ।
১৯৯২ সালের ৬ ডিসেম্বর অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংস করার প্রায় ২৮ বছর পরে আজ একটি বিশেষ সিবিআই আদালত ওই মামলার রায় দেবে।
বিজেপির অনেক সিনিয়র নেতা ওই মামলায় অভিযুক্ত।
সংখ্যালঘুরা ওই মামলাটির দিকে তাকিয়ে আছেন ।
১৯৯২ সালের ৬ ডিসেম্বর অযোধ্যায় কয়েকশ বছরের পুরনো বাবরি মসজিদ ধ্বংস হয়ে ছিল।
এই নিয়ে দায়ের করা মামলায় মোট ৪৯ জনকে দায়ী করে এফআইআর করা হয়েছিল।
এদের মধ্যে ১৭ জনের মৃত্যু হয়েছে।
বেঁচে আছে ৩২ জন।
এদের মধ্যে বিজেপির সিনিয়র নেতা এলকে আদভানি, মুরালি মনোহর যোশী, উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কল্যাণ সিং, বিজেপি’র ফায়ার ব্র্যান্ড নেত্রী উমা ভারতী, বিনয় কাটিয়ারের মতো নেতাও রয়েছেন।
আজ এই মামলার রায় ঘোষণা হবে।
অভিযুক্ত সকলকে বিশেষ সিবিআই আদালতে উপস্থিত থাকতে হবে।