দ্য পিপল ডেস্কঃ মাধ্যমিক যোগ্যতায় মাল্টি টাস্কিং স্টাফ পদে একাধিক কর্মী নিয়োগ করবে ডিফেন্স রিসার্চ ও ডেভেলপমেন্ট অর্গানাইজেশন।
যোগ্য প্রার্থীরা অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করুন। আবেদনের শেষ তারিখ ২৩ জানুয়ারি ২০২০ ।
নিয়োগকারী সংস্থাঃ ডিফেন্স রিসার্চ ও ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সেন্টার ফর পারসোনেল ট্যালেন্ট ম্যানেজমেন্ট।
পদঃ মাল্টি টাস্কিং স্টাফ
আসনঃ ১৮১৭
তার মধ্যে এসসি- ১৬৩
এসটি– ১১৪
ওবিসি– ৫০৩
ইডবলুএস– ১৮৮
ইউআর– ৮৪৯
শিক্ষাগত যোগ্যতাঃ মাধ্যমিক যোগ্যতায় উত্তীর্ণের সঙ্গে আইটিআই পাশের ডিগ্রি থাকতে হবে।
আরও পড়ুনঃ কলকাতা পুলিশের একাধিক পদে কর্মী নিয়োগ
বয়সঃ ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে ।
মাসিক বেতনঃ সপ্তম পে স্কেল অনুযায়ী ১৮০০০ টাকা থেকে ৫৬,৯০০ টাকা।
আবেদনঃ যোগ্য প্রার্থীরা অনলাইনে DRDO ওয়েবসাইটের মাধ্যমে https://www.drdo.gov.in/ আবেদন করতে পারবেন ।
আবেদন ফিঃ ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড ও নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে টাকা জমা দিতে পারবেন। তবে মহিলা, এসসি, এসটি, পিডাব্লুডি ও ইএসএম প্রার্থীদের থেকে কোনও অর্থ নেওয়া হবে না।
নির্বাচন পদ্ধতিঃ দুটি পদ্ধতিতে নির্বাচন করা হবে। ১. স্ক্রিনিং পদ্ধতি ২. কম্পিউটার টেস্ট
Secret meetings and single girls are waiting for you! http://bit.do/fLtam?h=b8ed53d850a1bbb7f5e18dd52f9bfadc&
?h=b8ed53d850a1bbb7f5e18dd52f9bfadc&