দ্য পিপল ডেস্কঃ করোনা মহামারির পর থেকে মানবজীবনে কোয়ারিন্টাইন, আইসোলেশন সহ বেশকিছু নতুন শব্দ এসেছে।
স্যানিটাইজার, মাস্কের ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।
কিন্তু স্যানিটাইজারের ব্যবহার ডেকে আনছে বিপদ।
করোনা প্রতিরোধ করতে ঘরে, বাসে, ট্রামে, অফিসে, শিক্ষাপ্রতিষ্ঠানে সর্বত্রই ব্যবহার করা হচ্ছে।
কিন্তু এই স্যানিটাইজার ব্যবহার করার ফলে শিশুদের চোখের সমস্যা বেড়ে গিয়েছে।
চলতি মাসে জামা চক্ষুবিজ্ঞান নামক একটি ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে স্যানিটাইজার চোখের ক্ষতি করছে।
গবেষকরা বলেছেন, স্যানিটাইজারে থেকে রাসায়নিকে ক্ষতি হচ্ছে চোখের।
শিশুরা অনেকেই না বুঝে স্যানিটাইজার ব্যবহার করার পর চোখে হাত দেয়।
এর থেকে ক্ষতি হচ্ছে চোখের। ফরাসি বিষক্রিয়া নিয়ন্ত্রণ কেন্দ্রের তথ্য অনুসারে, গবেষকরা জানিয়েছেন একবছর আগের তুলনায় এই বছরে চোখের সমস্যা শিশুদের মধ্যে সাতগুন বেশি হয়েছে।
সমীক্ষায় জানা গিয়েছে, ২০১৯ সালে স্যানি়াইজার থেকে যে পরিমান ক্ষতি হয়েছে।
২০২০ সালে শতাংশের বিচারে তা অনেকটাই বেড়েছে।
২০২০ সালে স্যানি়টেইজারের রাসায়নিকের কারণে ১৬টি শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চোখের ক্ষতি করার পাশাপাশি হজমেরও ক্ষতি হচ্ছে বলে জানা গিয়েছে।