দ্য পিপল ডেস্কঃ বড়দিন ও নববর্ষের আগাম উপহার দিচ্ছে গুগল পে (Google Pay) ।
মাত্র সাতটি স্টিকার সংগ্রহ করলেই Google Pay তরফ থেকে পেয়ে যাবেন ২০২০ টাকা।
সেগুলি হল Ballon, DJ, Sunglasses, Disco, Toffee এবং Selfie।
সোমবার অর্থাৎ ২৩ ডিসেম্বর থেকে চালু করা হয়েছে এই মেগা অফারটি ।
নতুন বছরের শুরুতে স্ট্যাম্পটি সংগ্রহ করে টাকা ২০২ থেকে ২০২০ টাকা পর্যন্ত উপহার পাবেন গ্রাহকরা । তবে সাতটি স্ট্যাম্পকেই সংগ্রহ করতে হবে ।
একটা বাদ গেলেও কোনও টাকা পাবে না গ্রাহকরা । একদিনে সর্বোচ্চ পাঁচটি স্ট্যাম্প সংগ্রহ করা যাবে ।
Google Pay তরফে নববর্ষের গিফ্ট পেতে হলে প্রথমে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে অ্যাপ্লিকেশনটি।
আর যদি আগেই ব্যবহার করে থাকেন, তাহলে এক্ষুণি আপডেট করুন আপনার মোবাইলে Google Pay-কে ।
তবে টাকা পেতে হলে গ্রাহককে ৯৮ টাকা বা তার অধিক টাকা অন্য কোনও অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হবে ।
কিংবা গুগল পে দ্বারা মোবাইল রিচার্জ কিংবা কোনও কেনাকাটিতে বিল পে করলেও পাওয়া যাবে অফারটি।
এছাড়া নতুন কাউকেও ইনভাইট পাঠিয়েও পেতে পারেন অফারটি।
প্রসঙ্গত, চলতি বছর দীপাবলির সময়ও এমনই অফার এনেছিল গুগল পে (Google Pay) ।
যেখানে ৫টি স্টিকার ব্যাবহার করেই পাওয়া যাচ্ছিল ২৫১ টাকা থেকে ১০০০ টাকার দীপাবলি অফার ।