দ্য পিপল ডেস্কঃ করোনা আবহের মধ্যেই পেশ হতে চলেছে কেন্দ্রীয় সাধারণ বাজেট।
প্রতি কেন্দ্রীয় বাজেটের আগে নিয়ম মেনে পালন হয় হালুয়া উত্সব।
চলতি বছরও তার অন্যথা হয়নি।
অন্যান্যবারের মতো নিয়ম মেনে শনিবার অর্থমন্ত্রকের অফিসে পালিত হল ‘হালুয়া উৎসব’।
শনিবারের এই উত্সবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং রাষ্ট্রমন্ত্রী অনুরাগ ঠাকুর।
নর্থ ব্লকে এই উৎসবে যোগ দেন মন্ত্রকের পদস্থ কর্তারাও।
বাজেট প্রস্তুতির অন্যতম অঙ্গ এই হালুয়া উৎসব। সূত্রের খবর, এই উৎসব পালনের পরে বাজেট প্রস্তুতির সঙ্গে যুক্ত সকলকে অর্থমন্ত্রকেই থেকে যেতে হয়।
পরিবার-পরিজনদের থেকে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন করতে হয়। লোকসভায় বাজেট পেশ না হওয়া পর্যন্ত চূড়ান্ত গোপনীয়তা বজায় রাখেন মন্ত্রকের কর্তারা।
কেবল মন্ত্রকের শীর্ষ কর্তারা বাড়ি যেতে পারেন। শনিবার ‘বড় কড়াইতে’ হালুয়া রান্না করতে দেখা গিয়েছে নির্মলা সীতারমনকে।
পাশাপাশি এবারের বাজেট একটু অন্যরকম।
করোনার কারণে দেশ স্বাধীন হওয়ার পর এই প্রথম দেশের কোনও সাধারণ বাজেট কাগজে ছাপা হবে না।
প্রযুক্তির হাত ধরে এবার বাজেটের নথি আরও সহজে সাধারণ মানুষের হাতে মুঠোয় চলে আসবে।
বাজেটের আগে এদিন কেন্দ্রীয় অর্থ মন্ত্রক একটি মোবাইল অ্যাপ লঞ্চ করেছে।
‘ইউনিয়ন বাজেট মোবাইল অ্যাপ’ চালু করেছেন নির্মলা সীতারমণ।
অর্থমন্ত্রক সূত্রে জানানো হয়েছে, হিন্দি এবং ইংরেজিতে মিলবে বাজেট নথি।
যে কেউ বাজেটের নথি ডাউনলোড এবং প্রিন্ট নিতে পারবেন।
✅Final stage of Union Budget 2021-22 commences with Halwa Ceremony
✅Finance Minister Smt. @nsitharaman launches “Union Budget Mobile App” to provide easy and quick access to Union Budget information to all stakeholders
(1/9)
Read More➡️ https://t.co/J0eQucnwlf pic.twitter.com/a0GfX5fBb2— Ministry of Finance (@FinMinIndia) January 23, 2021