দ্য পিপল ডেস্কঃ অনূর্ধ্ব ১৭ মহিলা বিশ্বকাপ শুরুর নতুন দিন ঘোষণা করল ফিফা। ভারতে হওয়ার কথা এই বিশ্বকাপের।
২০২১ সালে ১৭ ফেবরুয়ারি থেকে ৭ মার্চ পর্যন্ত ভারতে বসবে অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপের আসর।
এর আগে শুরুর দিন ঘোষণা করলেও, করোনা ভাইরাসের ব্যাপকতার জেরে গোটা বিশ্বজুড়ে খেলা বন্ধ হয়ে যাওয়ায় ফিফা অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপও পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় ফিফা।
ফুটবলার, সাপোর্ট স্টাফ, মাঠকর্মী সকলের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছিল ফিফা।
তবে আসতে আসতে স্পেন, জার্মানিতে অনুশীলন শুরু হতে চলায় আর অপেক্ষা না করেই নতুন দিন ঘোষণা করল আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।
অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপের কোয়ালিফাইং রাউন্ড শেষের মতো হাতে সময় রেখে দিন জানাল ফিফা।
ইতিমধ্যেই ইংলিশ প্রিমিয়ার লিগ, লা লিগা, বুন্দেস লিগা শুরুর দিন জানিয়ে দিয়েছে আয়োজককারীরা।
ফলে আর দেরি না করে আগামি বছরের ইভেন্ট শুরুর দিনক্ষণ জানিয়ে দিল ফিফা।
ফিফা কাউন্সিলের বৈঠকে এদিন শুরুতেই কোভিড নাইন্টিনের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
এরপর ফিফার যে বিশেষ কমিটি করোনা পরিস্থিতিতে ফুটবল কীভাবে শুরু হবে তা নিয়ে কাজ করছিল, তাদের মতামত চাওয়া হয়।
এরপর ফিফা অনূর্ধ্ব ২০ মহিলাদের বিশ্বকাপ শুরুর দিন স্থির করে ফিফা।
২০২১ সালে ২০ জানুয়ারি থেকে ৬ ফেবরুয়ারি পর্যন্ত মহিলাদের অনূর্ধ্ব ২০ বিশ্বকাপ হবে কোস্টা রিকা এবং পানামায়।
ফিফার ফুটবল ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হবে লিথুনায়ানিয়ার। ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে আগামী বছরের ১২ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত।
১৮ অক্টোবর ২০২০ সালে অনলাইনে ফিফার বার্ষিক সাধারণ সভার আসর বসবে।
করোনা ভাইরাসের জেরে ফিফা কংগ্রেস এবারে ভিডিও কনফারেন্স মারফতই হবে।
লোকাল অর্গানাইজার হিসেবে ভারতও নতুন দিন ঘোষণাকে স্বাগত জানিয়েছেন।