দ্য পিপল ডেস্কঃ একের পর এক সমস্যা লেগেই আছে ইস্টবেঙ্গলের অন্দরে। কখনও খেলোয়াড়রা মনোযোগ হারাচ্ছেন, কখনও ধৈর্য্য হারাচ্ছেন।
যার জেরে মাঠেই একাধিক খেলোয়াড় রেফারির রোষের মুখে পড়েছেন। ১ ম্যাচ সাসপেন্ড হয়েছিলেন কোলাডো।
রবিবার অর্থাত্ আগামীকাল ইন্ডিয়ান আরোজের ঘরের মাঠে খেলতে উড়ে যাবে ইস্টবেঙ্গল। তার আগে শেষ প্র্যাক্টিসের দিনে মাঠের সাইড লাইনে বসে রোদ পোহালেন কাশিম আইদারা।
তাঁকে নিয়েই ব্যস্ত ছিলেন ইস্টবেঙ্গলের ফিজিও। অন্যদিকে, কোলাডোর মিস পাস, অমনযোগী খেলা ক্রমশই চিন্তায় ফেলছে লাল-হলুদের নতুন কোচকে।
যত লিগ পেরচ্ছে ততই পয়েন্ট টেবিলে অবনমন করছে মারিওর দল। এই অবনমনের দায় দলের মাঝমাঠের খেলোয়াড়দের। এমনটাই মনে করছেন প্রাক্তন লাল-হলুদ খেলোয়াড়রা।
মাঝ মাঠের এমন পরিস্থিতে কাশিম যদি ইন্ডিয়ান আরোজের বিরুদ্ধে না খেলেন তাহলে বড় ধাক্কা খাবে লাল-হলুদ।
তবে দলের উপর আশা হারাতে একেবারেই নারাজ লাল-হলুদের ভক্তরা।