The people tv digital desk: ফের জোরদার ভূমিকম্পে (Earthquake) কেঁপে উঠল ইন্দোনেশিয়া (Indonesia)। শুক্রবার ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে ইন্দোনেশিয়ার জাকার্তা।

মার্কিন যুক্তরাষ্ট্রের জিওগ্রাফিকাল সার্ভে জানিয়েছে জাভা দ্বীপে উদ্ভূত এই ভূমিকম্পের কারণে রাজধানী জাকার্তাতেও কম্পন অনুভূত হয়েছে।

জাকার্তা শহরের বাড়িগুলি কেঁপে ওঠে ভূমিকম্পের কারণে। জাভা দ্বীপের দক্ষিণ পশ্চিমে ৩৭ কিলোমিটার গভীরতায় ভূমিকম্পটি আঘাত হানে।

সংবাদ সংস্থা এএফপির সাংবাদিকদের থেকে পাওয়া তথ্য অনুযায়ী জানা গিয়েছে, এই ভূমিকম্পের কারণে এখনও অবধি সুনামির সতর্কতা নেই। সংবাদ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের ফল কোনও ক্ষয়ক্ষতি বা মৃত্যুর খবরও এখনও পাওয়া যায়নি।

প্রসঙ্গত, প্রশান্ত মহাসাগরীয় টেকটোনিক প্লেটগুলির সংঘর্ষ হয় এর অবস্থানের কারণে ইন্দোনেশিয়াতে ঘনঘন ভূমিকম্প হয়। এই এলাকায় টেকটোনিক প্লেটগুলির সংঘর্ষ হয় যাঁর চাপে তীব্র ভূমিকম্প হওয়ার সম্ভাবনা থাকে।