দ্য পিপল ডেস্কঃ গঙ্গাসাগর মেলার ছাড়পত্র দিল কলকাতা হাইকোর্ট।
পাশাপাশি কলকাতা হাইকোর্টের নির্দেশ, প্রত্যেক দর্শনার্থীকে করোনার কিট দিতে হবে বিনামূল্যে।
এখন আর গঙ্গাসাগরে গিয়ে নয়, বাড়িতে বসেই গঙ্গাসাগর মেলা দর্শনের ব্যবস্থা করল রাজ্য সরকার।
সঙ্গে বিনামূল্যে মিলবে করোনার কিট। কথায় বলে, সব তীর্থ বার বার গঙ্গাসাগর একবার।
কিন্তু একথা এখন শুধুই কথা।
পরিবহনের সু-ব্যবস্থায় গঙ্গাসাগরও এখন বার বার।
দেশ ও বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পুণ্যার্থীরা আসেন গঙ্গাসাগরে।
তবে করোনা পরিস্থিতিতে পাল্টে গেছে সব।
আতঙ্কে অন্যবারের তুলনায় গঙ্গাসাগরে জনসমাগম মাত্র ১০ শতাংশ।
তবে সংখ্যাটা নেহাত কম নয়।
করোনার ভয়কে দূরে সরিয়েও চলতি বছরে গঙ্গাসাগরে জমায়েত হচ্ছে প্রায় আড়াই লক্ষ মানুষ।
সংক্রমণ এড়াতে আগে থেকেই ব্যবস্থা করেছে রাজ্য সরকার।
তারপরও যাঁরা সাগরপাড়ে আসতে পারবেন না, তাঁরাও যাতে পুণ্য দর্শন থেকে বঞ্চিত না হন সেজন্য পোর্টাল এনেছে রাজ্য সরকার।
পোর্টালের নাম ই-দর্শন।
পোর্টালে গিয়ে এন্ট্রি নিয়ে সরাসরি দর্শন করা যাবে মেলা ও পুণ্যস্নান।
পরে আপনার দেওয়া ঠিকানায় পৌঁছে যাবে করোনার বিশেষ কিট।
তবে বাড়িতে বসে যাঁরা কিট পাবেন পরিবহন মূল্য দিতে হবে তাঁদেরই, নির্দেশ হাইকোর্টের।
শুধু ঘরে বসে নয়, যাঁরা গঙ্গাসাগরে গিয়ে পুণ্যস্নানে অংশ নেবেন তাঁদের জন্যও থাকছে এই বিনামূল্য কিট পাওয়ার সুযোগ।