দ্য পিপল ডেস্কঃ সকাল থেকে ঘন কুয়াশার কারণে ফাঁকা রয়েছে স্টেশন থেকে শহরের রাস্তা।
এ ছবি শিল্পাঞ্চল শহর আসানসোলের। কুয়াশার পাশাপাশি নেমেছে তাপমাত্রার পারদও।
তার ফলে যুবুথুবু অবস্থা শিল্পাঞ্চলের মানুষের। যে সমস্ত গাড়ি রাস্তায় চলছে তাদের গতিও খুবই কম।
কুয়াশার ঘনত্ব বেশি থাকার কারনে দৃশ্যমানতা একেবারেই কম হওয়ায় দিনের বেলায় লাইট জ্বালিয়ে গাড়ি চলাচল করতে দেখা যাচ্ছে।
কুয়াশার কারণে সমস্যায় পড়ছে সাধারণ মানুষ থেকে গাড়ির চালকদের।
সকাল থেকেই ঘন কুয়াশায় ঢেকেছে লালমাটির জেলা বীরভূম।
ঘন কুয়াশায় চাদরে মোড়া শান্তিনিকেতন, বোলপুরের বিস্তীর্ণ অঞ্চল।
কুয়াশার কারণে কিছুটা হলেও বেগ পেতে হচ্ছে যানবাহন চলাচলে।
ধীরগতিতে চলছে গাড়ি। গন্তব্যস্থলে পৌঁছতে বেগ পেতে হচ্ছে নিত্যযাত্রীদের।
বিগত কয়েক দিন ধরেই এমন পরিবেশ বহাল রয়েছে বীরভূমের লাল মাটির দেশে।
West Bengal: Dense fog, reduced visibility witnessed in Asansol today pic.twitter.com/VhcZL21v2L
— ANI (@ANI) January 24, 2021