দ্য পিপল ডেস্কঃ করোনা ভাইরাসের জন্য দীর্ঘ ১০ মাস গোটা দেশে বন্ধ ছিল সব শিক্ষা প্রতিষ্ঠান।
লকডাউনের পর ধাপে ধাপে আনলক হয়েছে দেশ।
দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোও খুলছে ধাপে ধাপে।
ইতিমধ্যে কেরালা, তামিলনাড়ু, গুজরাটে খুলেছে স্কুল।
তবে সব জায়গায় দশম, দ্বাদশশ্রেণির পড়ুয়াদের স্কুলে আসার কথা বলা হয়েছে।
এবার দশম, দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য রাজধানীতেও খুলতে চলেছে স্কুল।
বুধবার দিল্লি সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, সরকারি ও সরকার অনুমোদিত স্কুলগুলো আগামী ১৮ জানুয়ারী থেকে খুলতে পারে।
প্রাক-বোর্ড প্রস্তুতি এবং প্র্যাক্টিক্যালের জন্য স্কুল খোলা উচিত্ বলে মনে করা হচ্ছে।
তবে এখানে অবিভাবকদের সম্মতি বাধ্যতামূলক।
স্কুলে আসলে মেনে চলতে হবে সমস্ত করোনা বিধি।
করোনা-সতর্কতা মানতে বলা হয়েছে শিক্ষক, শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীদের।
মাস্ক ও স্যানিটাইজারের ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।