দ্য পিপল ডেস্কঃ ভারতের গন্ডি পেড়িয়ে বিদেশেও রওনা দিয়েছে করোনা প্রতিষেধক।
সাধ্যমতো অন্যান্য দেশেও কোভিড ভ্যাকসিন দেওয়ার কথা আগেই জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সেইমতো বিদেশের উদ্দেশ্যে পাড়ি দিচ্ছে সেরাম ইন্সটিটিউটের কোভিশিল্ড ও ভারত বায়োটেকের কোভ্যাক্সিনের টিকা।
সূত্রের খবর, বুধবার সকালে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ বিমানবন্দর থেকে মালদ্বীপের উদ্দেশ্যে রওনা দিয়েছে কোভিশিল্ড ভ্যাকসিন।
বুধবার ছটি দেশে ভ্যাকসিন পাঠাচ্ছে ভারত।
এই ছ’টি দেশ হল ভুটান, মলদ্বীপ, বাংলাদেশ, নেপাল, মায়ানমার ও সিসিলি।
এছাড়া শ্রীলঙ্কা, আফগানিস্তান ও মরিশাসের সঙ্গে কথাবার্তা চলছে।
প্রয়োজনীয় ছাড়পত্র পেয়ে গেলেই সেইসব দেশেও ভ্যাকসিন পাঠাবে ভারত।
নিজের দেশের পাশাপাশি বিদেশেও ভ্যাকসিন পাঠাতে পেরে অত্যন্ত খুশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
তবে নিজের দেশের সব মানুষের জন্য ভ্যাক্সিন নিশ্চিত না করে অন্য দেশে পাঠানোয় অনেকেই ক্ষোভ প্রকাশ করছেন।
Maharashtra: The first consignment of 1 lakh dosages of Covishield vaccine, by Serum Institute of India, to be dispatched from Mumbai’s Chhatrapati Shivaji Maharaj International Airport to Malé in Maldives shortly.
#COVID19 pic.twitter.com/4IX3ZOh9EG
— ANI (@ANI) January 20, 2021