দ্য পিপল ডেস্কঃ চলতি মাসেই ভারতে শুরু হয়েছে করোনা টিকাকরণ।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের পাশাপাশি বিদেশেও করোনা টিকা পাঠানোর কথা বলেছেন।
প্রতিবেশী দেশ বাংলাদেশ ও ভুটানে করোনা টিকা পাঠিয়্ছে ভারত।
এবার বাণিজ্যিকভাবে ভ্যাকসিন রপ্তানির পথে এগোচ্ছে ভারত।
বিশ্বের অন্তত ৯২টি দেশ ভারতের কাছে এই ভ্যাকসিন কিনতে আগ্রহ প্রকাশ করেছে।
সূত্রের খবর, শুক্রবার মরোক্কো এবং ব্রাজিলের উদ্দেশ্যে বাণিজ্যিকভাবে রওনা দিয়েছে করোনা ভ্যাকসিন।
২০ লক্ষ ভ্যাকসিনের ডোজ পাঠানো হয়েছে। ব্রাজিলের রাষ্ট্রপতি বলসোনারো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কোভিড-১৯ ভ্যাকসিনের জন্য চিঠি লিখেছিলেন।
ব্রাজিল সরকার যে ভ্যাকসিনগুলিকে বেছে নিয়েছে, তার মধ্যে রয়েছে ভারতীয় সংস্থা ভারত বায়োটেক ইন্টারন্যাশনাল লিমিটেডের কোভ্যাক্সিন ও অ্যাস্ট্রাজেনেকা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কোভিশিল্ড।
জানা গিয়েছে, চিনের থেকে প্রথমে টিকা নিয়েছিল ব্রাজিল। কিন্তু তাতে কোনও লাভ হয়নি।
এরপরেই ভারতের সেরাম ইনস্টিটিউটের সঙ্গে বাণিজ্যিক চুক্তি করে ব্রাজিল।
জানা গিয়েছে, দক্ষিণ আফ্রিকা, সৌদি আরব, মায়ানমারও ভারতের থেকে ভ্যাক্সিন নেওয়ার চুক্তি করেছে।
১২ মিলিয়ন ডোজ ভ্যাকসিন চেয়েছে নেপালও। ১৫ লক্ষ কোভ্যাক্সিনের বরাত দিয়েছে দক্ষিণ আফ্রিকা। ৫০ লক্ষ কোভ্যাক্সিনের বরাত দিয়েছে ব্রাজিল।
দেশের সব মানুষ কবে ভ্যাক্সিন পাবে তানিয়ে এখনও কোনও সঠিক দিশা দেখাতে পারেনি মোদি সরকার।
১৩০ কোটির দেশে প্রথম পর্যায়ে মাত্র ৩০ কোটি মানুষের ভ্যাক্সিনের দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।
এরই মধ্যে বিদেশে ভ্যাক্সিন নিয়ে কথা উঠতে শুরু করেছে সরকারের বিরুদ্ধে।
#WATCH Mumbai: Indian Navy P-8I maritime reconnaissance aircraft will supply 1 lakh dosages of #COVID19 vaccine to Mauritius and 50,000 dosages to Seychelles. The consignment will be first delivered to Seychelles and then to Mauritius. pic.twitter.com/3reSjxSOLB
— ANI (@ANI) January 22, 2021