দ্য পিপল ডেস্কঃ ৩ ট্রাক ভর্তি করোনার টিকা পুনে থেকে আসছে বাংলায়।
ইতিমধ্যে পুনে থেকে তিনটি ট্রাক রওনা দিয়েছে বাংলার উদ্দেশ্যে।
মঙ্গলবার ভোর পাঁচটায় পুনের শ্রীরাম ইনস্টিটিউট থেকে ট্রাক তিনটি যাত্রা শুরু করেছে বাংলার দিকে।
ট্রাক ছাড়ার আগে রীতিমতো নারকেল ফাটিয়ে পূজা-অর্চনা করা হয়।
প্রথম ধাপে আসছে মোট সাত লক্ষ টিকা। প্রত্যেকটি টিকার দাম রাখা হয়েছে ২০০ টাকা।
তবে টিকা ভর্তি ট্রাক কিন্তু সাধারণ পণ্যবাহী ট্রাক নয়। শীতাতপ নিয়ন্ত্রিত ট্রাকগুলি কার্গো বিমানে করেই আসবে এ রাজ্যে।
কলকাতা বিমানবন্দরে ট্রাক তিনটি নামার পর সেখান থেকে পৌঁছে যাবে বাগবাজারের নির্দিষ্ট স্টোরে। সেখানেই সংরক্ষিত থাকবে টিকাগুলি।
তারপর তা নির্দিষ্ট সংখ্যায় এবং নির্দিষ্ট জায়গায় যথা সময়ে পৌঁছে যাবে।
যদিও প্রথম পর্বে স্বাস্থ্যকর্মী এবং করোনার যোদ্ধাদেরই টিকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।
ইতিমধ্যে এ রাজ্যের প্রত্যেকটি জেলায় তিনটি করে হাসপাতালে টিকাকরণের মহড়া সম্পূর্ণ হয়েছে।
প্রথম পর্বে পুনে থেকে ১৩ টি কেন্দ্রে করোনার টিকা পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যার মধ্যে চেন্নাই, বেঙ্গালুরু ইত্যাদি বড় শহরগুলোর মধ্যে রয়েছে কলকাতাও।