দ্য পিপল ডেস্কঃ ট্রেনে উঠেছিলেন বিনা টিকিটে। সেই ভুলের মাশুল নিজের জীবন দিয়ে দিতে হল এক যুবককে।
ডাউন শিয়ালদহ-ক্যানিং লোকালে চেকারের হাত থেকে বাঁচতে ট্রেন থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু হল সোনারপুরের এক যুবকের।
মৃতের নাম গোবিন্দ মন্ডল। ঘটনাটি ঘটেছে সোনারপুরে।
প্রত্যক্ষদর্শীদের জানা গেছে, ডাউন শিয়ালদহ-ক্যানিং লোকাল তখন সোনারপুর ছেড়েছে। ট্রেনে উঠে যাত্রীদের টিকিট পরীক্ষা করতে শুরু করেন এক চেকার।
ভিড় ছেলে হঠাত্ই গেটের দিকে সরে যেতে চেষ্টা করেন ওই যুবক। চেকার তাঁর কাছে টিকিট দেখতে চাওয়ার আগেই ট্রেন থেকে ঝাঁপ দেন ওই ব্যক্তি।
প্রত্যক্ষদর্শীদের মতে, চেকারের ভয়েই ট্রেন থেকে ঝাঁপ দেন ওই ব্যক্তি। যদিও এই বক্তব্য স্বীকার করেনি রেল কর্তৃপক্ষ।
তবে কী কারণে এমন কাণ্ড তা নিয়ে স্পষ্ট করে কোনও কিছুই জানায়নি রেল।
খবর যেতেই ঘটনাস্থলে আসেন রেলের আধিকারিকরা। দেহ পাঠানো হয় ময়নাতদন্তের জন্য।