দ্য পিপল ডেস্কঃ ট্রাই ও পুঁজিপতি কেবিল ও ব্রডব্যান্ড কোম্পানির অশুভ আঁতাতের বিরুদ্ধে গ্রাহক ও কেবল অপারেটরদের স্বার্থে ধিক্কার মিছিল। বুধবার সকাল ১১ টায় শিয়ালদহ বিগ বাজারের সামনে সেখান থেকে মিছিল মৌলালি হয়ে এস এন ব্যানার্জি রোড মিছিল করেন কেবল অপারেটর কর্মীরা। উপস্থিত ছিলেন মেয়র ম্ফিরহাদ হাকিম।
কি বললেন তিনি? দেখুন ভীডিও…