দ্য পিপল ডেস্কঃ উচ্চ শিক্ষিত, বি.এড শেষ করেছেন । কিন্তু তাতেও পাচ্ছেন না চাকরি ? চিন্তা নেই শিক্ষক, ক্লার্ক এবং নার্স পদে The Cantonment Board, Barrackpore স্কুলে কর্মী নিয়োগ করা হচ্ছে। যোগ্যপ্রার্থীরা ইতিমধ্যেই আবেদন করুন। আবেদনের শেষ তারিখ আগামী ২৩ ডিসেম্বর।
শিক্ষাগত যোগ্যতাঃ : উচ্চ মাধ্যমিক এবং দুই বছরের জন্য ডিপ্লোমা এলিমেন্টারি এডুকেশন সার্টিফিকেট প্রয়োজন। পাশাপাশি গ্র্যাজুয়েশনে ৫০ শতাংশ নম্বর পেতে হবে। কম্পিউটার জানতে হবে। টেট পাশ করতে হবে। বাংলা, হিন্দি ও ইংরেজি ভাষায় পড়ানোর দক্ষতা থাকা প্রয়োজন।
পদঃ অ্যাসিসেন্ট টিচার পদ – ১১ জন
লোয়ার ক্লার্ক ডিভিশন – ৪ জন
বয়সের সীমাঃ ১৮ থেকে ২৫ বছর হতে হবে। এসসি/ এসটি-দের জন্য ৫ বছর ছাড় ও ওবিসিদের জন্য ৩ বছর ছাড়।
মাসিক বেতনঃ ৫,৪০০ টাকা থেকে ২৫,২০০ টাকা। গ্রেড পে ২৬০০ টাকা।
পরীক্ষাঃ লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে।
বিস্তারিত জানতে এই লিঙ্কে Click করুন ।
আবেদন শেষ তারিখঃ আগামী ২৩ ডিসেম্বর।
ed doctor http://canadaedwp.com male ed drugs