দ্য পিপল ডেস্কঃ জন্মের পর মেয়ের প্রথম ছবি প্রকাশ করলেন বিরুষ্কা।
মেয়ের নামও ঠিক করেছেন তাঁরা। জন্মের ২১ দিন পর মেয়ের ছবি সহ নাম প্রকাশ করেছেন বিরুষ্কা।
বাবা-মায়ের নাম মিলিয়ে মেয়ের নাম রেখেছেন ভামিকা।
সোমবার অনুষ্কা শর্মা নিজের ইনস্টাগ্রাম পোস্টে বিরাট ও মেয়ের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন।
নতুন মায়ের অভিজ্ঞতা শেয়ার করেছেন।
পাশাপাশি তিনি বলেছেন, ভামিকা তাদের জীবনে কতটা পরিবর্তন এনেছে।
সাদা রঙের পোশাকে মোড়া একরত্তি ভামিকাকে দেখা যাচ্ছে ছবিতে।
তিনি লিখেছেন, আমরা ভালোবাসা, অস্তিত্ব আর কৃতজ্ঞতা নিয়ে একসঙ্গে এতদিন বেঁচেছি।
সেই বিষয়টিকে আরও উন্নত করেছে আমাদের মেয়ে ভামিকা।
হাসি,কান্না, চিন্তা, আনন্দ- প্রত্যেকটা আবেগের অভিজ্ঞতা মিশে রয়েছে প্রতিটা মুহূর্তের মধ্যে!
ঘুম নেই কিন্তু হৃদয় ভালোবাসায় ভরে রয়েছে।
ভক্ত এবং শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে বলেছেন, আমাদেরকে ভালোবাসা, প্রার্থনা এবং শুভ কামনার জন্য সকলকে ধন্যবাদ।
১১ জানুয়ারি মুম্বইয়ের ব্রিচক্যান্ডি হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দেয় অনুষ্কা শর্মা।
টুইটারে সেই ছবি শেয়ার করেছিলেন বিরাট কোহলি।
View this post on Instagram