দ্য পিপল ডেস্কঃ সৌরভের সমস্ত বিজ্ঞাপন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে আদানি গ্রুপ।
আদানি গ্রুপের অন্যতম একটি ব্র্যান্ড ফরচুন রাইস ব্র্যান তেল।
এটির বিজ্ঞাপনের মুখ সৌরভ।
এই বিজ্ঞাপন থেকে সৌরভকে সরানোর সিদ্ধান্ত নিয়েছে আদানি গোষ্ঠি।
সূত্রের খবর, গত সপ্তাহে হৃদরোগে আক্রান্ত হয়ে উডল্যান্ড হাসপাতালে ভর্তি হন বাংলার মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়।
এখন অনেকটাই ভালো আছেন মহারাজ।
কিন্তু, সৌরভ হৃদরোগে আক্রান্ত হওয়ার পর থেকে প্রশ্ন।
যিনি বিজ্ঞাপনের মুখ, তিনিই আক্রান্ত হৃদরোগে।
আদানি গ্রুপের ফরচুন রাইস ব্র্যান তেলের ইউএসপি হল হার্ট ভালো রাখার।
বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়েছিল সোশ্যাল মিডিয়ায়।
এর পরেই এই বিজ্ঞাপনগুলি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে আদানি সংস্থা।
নিজেদের ব্র্যান্ডের ভাবমূর্তি স্বচ্ছ রাখতে নতুন করে কাজ শুরু হয়েছে।
সোমবার বেলা ১২টা নাগাদ বিশিষ্ট হৃদ্রোগ বিশেষজ্ঞ দেবী শেঠির সঙ্গে বৈঠকে বসছে দক্ষিণ কলকাতার ওই বেসরকারি হাসপাতালের মেডিক্যাল বোর্ড।
ইতিমধ্যেই শহরে পৌঁছে গিয়েছেন দেবী শেঠি এবং তাঁর টিম।