দ্য পিপল ডেস্কঃ দীর্ঘ অপেক্ষার পর গোটা দেশে চালু হয়েছে করোনা টিকাকরণ।
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে ৩০ কোটি টিকা দেওয়া হবে প্রথম দফায়।
টিকা দেওয়ার পর কোনও সমস্যা হলে দ্রুত জানানোর কথা বলা হয়েছে।
জানা গিয়েছে, করোনা প্রতিষেধক নেওয়ার পর দেশে মোট ৫১টি সমস্যা ধরা পড়েছে।
শনিবার টিকাকরণের পর রবিবার ছুটির দিন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন বলেছেন, শনিবার সারা দেশে করোনা ভাইরাসের ভ্যাকসিন দেওয়া হয়েছে।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৫১টি সমস্যার খবর মিলেছে। একটি ঘটনাই অত্যন্ত গুরুতর।
বর্তমানে তাঁকে অল ইন্ডিয়া মেডিকেল সায়েন্সেস ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। অসুস্থ ব্যক্তি দিল্লির বাসিন্দা।
একজনকে হাসপাতালে ভর্তি করা হলেও বাকিদের ভর্তি করতে হয়নি।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল, সবার আগে টিকা দেওয়া হবে হাসপাতালে কর্মরতদের।
বিশেষ করে চিকিত্সক, নার্স, স্বাস্থ্যকর্মীরা।
শনিবার টিকা নেওয়ার পরে অসুস্থ হয়ে পড়েন বছর বাইশের সিকিউরিটি গার্ড। তিনি হাসপাতালেরই কর্মী।
শনিবার রাতেই তাঁকে এইমস-এর ইনসেনটিভ কেয়ারে ভর্তি করা হয়েছে।
বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে ভ্যাকসিন নেওয়ার পর অসুস্থ হয়ে পড়ায় আতঙ্ক তৈরি হয়েছে সাধারণ মানুষের মনে।